বলিউডের বিগ স্ক্রিনে অভিষেকের অপেক্ষায় এই ৫ স্টারকিড, জানেন?
ইব্রামিহ আলি খান, অর্থাৎ সারা আলি খানের ভাই এবং সইফ আলি খানের প্রথম পক্ষের ছেলে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, ইব্রাহিমও বলিউডে পা রাখতে চান। যদিও কোন কাজে, কবে তাঁকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।